ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার আলোচিত মাহবুব হত্যা মামলার আসামি গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 3, 2025 - 4:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার আলোচিত মাহবুব হত্যা মামলার আসামি আজিজুল ইসলাম চৌধুরীকে (৪৪) গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১ জানুয়ারি) রাতে নগরীর খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির গোলাম আকবর চৌধুরীর ছেলে। তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করলে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

র‍্যাব সুত্রে জানা যায়, হত্যা মামলার আসামি আজিজুল আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গত ১ জানুয়ারি রাতে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে নগরী থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আলোচিত মাহবুব হত্যা মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা ছিলো। এছাড়া ২০০২ সালে যুবদল নেতা ননাইয়্যা হত্যা মামলাতেও তিনি চার্জশীটভুক্ত আসামি ছিলেন। তবে আওয়ামী লীগের আমলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে তার নাম প্রত্যাহার করিয়ে এনেছিলেন। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারামারিসহ একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তার বিরুদ্ধে মারামারিসহ হত্যা মামলায় পরোয়ানা ছিলো। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।