ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার এএসপি ও ওসি সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 5, 2025 - 11:28 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল এএসপি নুরুল আমিন ও রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রাঙ্গুনিয়া জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা। শনিবার (৪ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান এর নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম, আলমশাহ পাড়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান মুফাস্সির মাওলানা ইসমাইল হোসাইন, পোমরা ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, পৌরসভার সভাপতি আ.জ.ম ওমর, সরফভাটা শাখার সভাপতি আকতার হোসেন, আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলা সেক্রেটারি মাস্টার আরিফুল হাসান চৌধুরী মুরাদ, লালানগর ইউনিয়নের বদিউল আলম ও পৌরসভার আলম খান।

মতবিনিময়ে তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। আইনশৃঙ্খলা রক্ষায় জামায়াত নেতারা নিয়মতান্ত্রিকভাবে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।