ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার ভোটার তালিকা প্রস্তুতে কমিশন কাজ করে যাচ্ছে — নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 13, 2025 - 10:32 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্য নির্ভেজাল ভোটার তালিকা প্রস্তুতে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেননির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।নির্বাচনী প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত “ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়” শীর্ষক কর্মশার আয়োজন করা হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে।

এসময় প্রধান অতিথি বক্তব্যে নির্বাচন কমিশনার আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দেশপ্রেম কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়। তারা জানিয়েছে ভালো নির্বাচন না হলে তারা আবারো আন্দোলনে নামবে। তাই স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত। আর এই আমানত রক্ষা করার দায়িত্ব কমিশনের সকলের।

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।