ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 13, 2025 - 11:10 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
১৩ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্তাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। পরে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা. ইসকিতা আফরিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধামইরহাট এমএম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণীসম্পদ কর্তকর্তা ডা. ওয়াজেদ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। শেষে ৯ম  বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসবমূখর পরিবেশে অংশগ্রহণ করেন।