ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শীত বস্ত্র  বিতরণ। 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 13, 2025 - 11:07 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার
আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি : মানবিক সেবার অংশ হিসেবে খাগড়াছড়ির জেলার পানছড়ি সাব জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন।
১৩ জানুয়ারি (সোমবার) বেলা ১১ঘটিকায় খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনে ১০০ জন পাহাড়ি এবং ৫০ জন বাঙালি স্থানীয় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন।
বিতরণকালে সাব জোন কমান্ডার  বলেন, কনকনে এই শীত’কে মোকাবেলা করতে খাগড়াছড়ি জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার সমুহ যাতে সঠিকভাবে ভোগ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে সর্বদা কার্যকারী ব্যবস্থা গ্রহণ করবে। খাগড়াছড়ি জোন যেকোন পরিস্থিতিতে আর্তমানবতার সেবাই বেসামরিক প্রশাসনকে তাৎক্ষনিক সহায়তায় সর্বক্ষণ পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। শান্তি, সম্প্রতি এবং উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। মনে রাখতে হবে, আমরা সকললেই খাগড়াছড়ি জেলার বাসিন্দা। এ জেলার উত্তরোত্তর উন্নতি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
এছাড়াও তিনি আরো বলেন ভবিষ্যতেও পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণ সহ পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরুপ উদ্যোগ অব্যাহত থাকবে। সাম্প্রদায়িকতার বন্ধনকে আরো সুদঢ় করার লক্ষ্যে আর্থ- সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ সকল ধরণের সহযোগীতা চলমান থাকবে।
শীত বস্ত্র পেয়ে সকল অসহায়ের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা মন খুলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দোয়া করতে দেখা যায়।