ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 15, 2025 - 3:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

 

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি:অতীতের সবকটি সরকার ঘরে ঘরে চাকরি দেবার কথা বলে ক্ষমতায় এসেছে, কিন্তু সে চাকরির বদলে ঘরে ঘরে বেকারত্ব ও  হাহাকার দিয়ে গেছে। সকল রাজনৈতিক দল এক্ষেত্রে ব্যর্থ হলে  দায়িত্ব নিতে বিন্দুমাত্র সময় নেবে না জাতীয় পার্টি।

জয়পুরহাটের ক্ষেতলালে অনুষ্ঠিত  জাকের পার্টির দাওয়াতি মিশনে   প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ,  কেন্দ্রীয় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি।

বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার আমিরহাট বটতলী মাঠে   জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে  অন্যানের মধ্যে বক্তৃতা করেন – কেন্দ্রীয় জাকের পার্টি ছাত্র ফন্টের সহ-সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী, বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু শরীফ সহ  স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় ছাত্র ফন্টের আয়োজনে অনুষ্ঠিত দাওয়াতি মিশনে বক্তারা আরো বলেন, ” বিশ্বব্যাপী ইসলামী শাসন ব্যবস্থা শুরু হয় ওলি এ কামেল ও পীর মাশায়েকগনের আধ্যাত্মিক চেতনা আর দাওয়াতি কার্যক্রমের মধ্য দিয়ে।  বাংলাাদেশে এ ধারা অব্যাহত রেখেছে উপমহাদেশের সুফিবাদের কর্ণধার  পীর এ কামেল হযরত শাহ সুফি ফরিদপুরী (রঃ) এর জাকের পার্টি। তাই দেশে শান্তি প্রতিষ্ঠার মহান  লক্ষ নিয়ে কাজ করছে জাকেরপার্টি।”  দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে   ইসলামী শাসন ব্যাবস্থা কায়েম করতে হবে।