ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২৮ অপরাহ্ন

মৌলভীবাজার নৌকার মাঝি জুয়েল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 19, 2020 - 2:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 102 বার

রাজন আবেদীন রাজু মৌলভীবাজার প্রতিনিধিঃ সক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ২য় বারের মতো দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র মো.জুয়েল আহমেদ।

শুক্রবার দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে মো. জুয়েল আহমেদকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রাতে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীতা ঘোষণার পর কমলগঞ্জ পৌর এলাকার জুয়েল সমর্থক এবং তার অনুসারী দলীয় নেতাকর্মীরা আনন্দ উল্লাস প্রকাশ করতে দেখা যায়। রাত ৯টায় নৌকার সমর্থনে জুয়েল সমর্থকরা মিছিল বের করেন।

আগামী ১৬ জানুয়ারী কমলগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর।

আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বর্তমান মেয়র কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমান পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ও কমলগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের আহবায়ক ঠিকাদার মো. হেলাল মিয়া। কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন জানান, দল থেকে বর্তমান মেয়র কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমেদকে নৌকা প্রতীকে মনোনীত করা হয়েছে। আমরা উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।