খানসামায় শুরু হল হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০
লায়ন খানসামা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় ৪১৫৫৫ জন শিশুকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ শুরু হয়েছে।
১৯ ডিসেম্বর (শনিবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা.নারায়ণ চন্দ্র রায় জয়, ডা.তন্বী, ডা.আইরিন, সিনিয়র স্টাফ নার্স-মিডওয়াইফগণ, এমটিইপিআই অশোক রায় সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, উপজেলায় ০৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী মোট ৪১৫৫৫ জন শিশুকে ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত টিকাদান কেন্দ্র টিকা দেওয়া হবে।