চট্টগ্রামঃ নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাছান (২৫), মো. শোয়াইব প্রকাশ সৌরভ (১৬), মেহেদী হাসান শুভ প্রকাশ বাবু (১৯), ইফতেখার আলী ওয়াবিদ (২১), হানিফুর রহমান ইরফান (১৯) ও মোহাম্মদ জনি (৩৫)।