ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিআইটিআইডি’র পরিচালক ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ’র মৃত্যু, শোক প্রকাশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 29, 2025 - 5:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার
চট্টগ্রামঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এর পরিচালক এবং চট্টগ্রাম বিভাগের সাবেক পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ (৫৮) গতকাল ২৮ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে নগরীর পাঁচলাইশস্থ বেসরকারী পার্কভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ ২৯ জানুয়ারি বুধবার বাদে জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর পাঁচলাইশের কাতালগঞ্জ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ’র মরদেহ দাফন করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, বিআইটিআইডি, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য বিভাগের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আত্মীয়-স্বজন মরহুমের জানাযায় অংশ নেন।

উল্লেখ্য, বিআইটিআইডি’র পরিচালক ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ ১৯৯২ সালে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস পাস করেন। ১৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৮ সালের ১৮ ফেব্রæয়ারি সরকারী চাকুরীতে যোগদান করে বিভিন্ন হাসপাতালে সুনামের সাথে দায়িত্ব পালন করে। ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এম.ডি (কার্ডিওলজি) ডিগ্রী অর্জন করেন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ। ২০২২ সালের ২৭ জুলাই তারিখ থেকে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে এবং এর পর থেকে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত বিআইটিআইডি’র পরিচালক পদে দায়িত্ব পালন করেন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ।

বিআইটিআইডি’র পরিচালক ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.অং সুই প্রু মারমা, সাবেক সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি,  মরহুমের ছোট ভাই চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ আবদুর রব, বিআইটিআইডি’র উপ-পরিচালক ডা. ইফতেখার আহম্মেদ, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আবদুল মন্নান, , চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের সর্বস্তরের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী। বিবৃতিদাতারা  মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Proudly Designed by: Softs Cloud