ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৩:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় মুখোশধারীরা নিয়ে গেল স্কুলের ৯ ল্যাপটপসহ মূল্যবান মালামাল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, February 7, 2025 - 5:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:নাইটগার্ডকে আটকে রেখে রাঙ্গুনিয়ার একটি স্কুলের ৯টি ল্যাপটপ, বৈজ্ঞানিক সামগ্রীসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। তিন-চারজন মুখোশধারী ব্যক্তি উপজেলার পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটায়৷ এই ঘটনায় বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার এজহার সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতে স্কুলের নাইটগার্ড নুরুল আলম দায়িত্বরত ছিলেন। মাঝরাতে হঠাৎ তিন-চারজন মুখোশধারী ব্যক্তি তাকে দেশীয় অস্ত্রের মুখে আটকে রেখে স্কুলের কম্পিউটার কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে৷ তারা ৯টি ল্যাপটপ, ১টি প্রিন্টার ও বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সরঞ্জাম এবং প্রধান শিক্ষকের অফিস কক্ষের আলমিরার তালা ভেঙে সেখানে থাকা গুরুত্বপূর্ন সরকারি অফিসিয়াল ডকুমেন্টসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এতে আনুমানিক তিন লক্ষ  টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। অচিরেই তাদের আইনের আওতায় আনাসহ চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।”

 

Proudly Designed by: Softs Cloud