ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৩:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর চারঘাটে ২৫৯ বোতল ফেন্সিডিল সহ আটক ২! 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 4, 2025 - 2:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী : রাজশাহীর চারঘাটে ২৫৯ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ( ৩ জানুয়ারি) রাত্রি ৯ টা ২০ মিনিটে চারঘাট উপজেলাধীন পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মৃত ছাইদার রহমানের ছেলে মোঃ মাজদার হোসেন (৫০) ও মোঃ মাজদার হোসেনের ছেলে মোঃ রকি হোসেন (২০)।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ০৩ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৭:৪৫ টায় চারঘাট থানাধীন কাকরামাড়ি ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামস্থ গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বসতবাড়ীর মেইন গেইটের সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ০৩ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৭:৫৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৮:২০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ মাজদার হোসেন ও মোঃ রকি হোসেনদ্বয়ের দেহ তল্লাশিকালে তাদের হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ২৫৯ বোতল ফেন্সিডিল-সহ তাদের গ্রেফতার করে।

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য , গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাজদার হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

Proudly Designed by: Softs Cloud