ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ৭:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে “তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত, শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, February 7, 2025 - 5:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় “তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যত”, শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবু রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কৃষ্ণ ঘরামী, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে”।
এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যায় ঘোষণা করা হয়।
কর্মশালায় উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীসহ সকল কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Proudly Designed by: Softs Cloud