ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৩:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “বসন্ত এলো:

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, February 15, 2025 - 3:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

বসন্ত এলো

আব্দুস সাত্তার সুমন

 

বসন্ত এলো বসন্ত এলো

আরেকটি বছর ঘুরে,

মিলেছে ডানা প্রকৃতির কুলে

বাংলার ভুবন জুড়ে।

 

শীত চলে যায়, বসন্ত আসে

পালাবদলের মেলা,

শুকনো পাতা ঝরে যাবে

নতুন পাতার খেলা।

 

সবুজ রংয়ের সমাহারে

শত রংয়ের জীবন,

বসন্ত কন্যা রূপবতী

রাঙিয়ে দেয় ভুবন।

 

ফাল্গুনেরই ফুলের সাজে

ফেব্রুয়ারি মাসে,

বৈশাখীরি হাওয়া যেন

ছুটে চলে আসে।

 

বয়ে নিয়ে আসবে দেশে

কল্যাণ অবিরত,

গ্লানি যত দূর হয়ে যাক

হাজার কলুষিত।

Proudly Designed by: Softs Cloud