বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার বিকল্প নেই

রেখা মনি, রংপুর ব্যুরো প্রধান : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রাময়ে শিক্ষা মান উন্নয়ন কর্মমুখী,গণমুখী করার জন্য আঞ্চলিক কেন্দ্রাধীনে কুড়িগ্রাম উপ আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে হলরুমে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ফেব্রয়ারী) বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্রাধীনে কুড়িগ্রাম উপ আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে মানুষের দোর গড়ায় পৌছে দেয়ার লক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুধী সমাবেশ প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলার নির্বাহী অফিসার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউবি রংপুর আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক (অর্থ ও হিসাব)মোঃ আজিজার রহমান, ১২ নং নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাফিজুর রহমান(মোস্তফা),মোঃআব্দুস সালাম, সমন্বয়কারী, বাউবি, এইচএসসি প্রোগ্রাম,নাগেশ্বরী সরকারি ডিগ্রী কলেজ,কুড়িগ্রাম,মোঃ আব্দুল জলিল পাটোয়ারী, সহকারী পরিচালক, বাউবি কুড়িগ্রাম উপ আঞ্চলিক কেন্দ্র,মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, নারায়নপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম,এবং সহকারী প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন, কুড়িগ্রাম রিভারভিউ উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের(বাউবির)উপাচার্য অধ্যাপক ড.এবি এম ওবায়দুল ইসলামের দিক নির্দেশনায় বাউবির শিক্ষা কার্যক্রম প্রশস্ত ও গতিশীলতা পেয়েছে।
এসময় বক্তরা বলেন , শিক্ষার জন্য এগিয়ে আসে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দাও।আর শিক্ষার মানকে এগিয়ে নেয়।এ সময় প্রতিটি স্কুল ও কলেজের শিক্ষকসহ প্রায় ২৫০জন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোঃ ফজলে নিজামী।তিনি বক্তব্যে বলেন বাল্য বিবাহ প্রতিরোধে বাউবির শিক্ষা অগ্রণী ভুমিকা পালন করছে। তিনি আরও বলেন এগিয়ে চল বাউবি সামনে আছে সুন্দর সকাল, জাগো বাহে কোনটে সবাই, শিক্ষা নিয়ে সুন্দর জীবন গড়ি সবাই।
উন্মুক্ত বিশ্ববিদ্যালযয়ের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো: ফজলে নিজামী বলেন এগিয়ে চলো বাউবি সামনে আছে সুন্দর সকাল।আপনার শিশুকে স্কুলে পাঠাবেন।ভালো শিক্ষা অর্জন করতে গেলেই লেখাপড়ার বিকল্প নেই।ভালো মানুষ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই।তাই যারা উচ্চ শিক্ষা অর্জন করতে চান,তারা আসুন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা অর্জন করুন।উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাকে মেধাবী শিক্ষক ধারা শিক্ষা অর্জনের প্রতিশ্রুতি দিচ্ছে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের(বাউবির)উপাচার্য অধ্যাপক ড.এবি এম ওবায়দুল ইসলামের দিক নির্দেশনা এগিয়ে যাচ্ছে বাউবির শিক্ষার মান।এসময় উপাচার্য জানান সারাদেশে বাউবি ভালো মানের শিক্ষার ব্যবস্থা গ্রহন করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুলোতে।