ঢাকা | এপ্রিল ২৫, ২০২৫ - ৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

১৬ বছর ধরে যারা অত্যাচার করেছে তাদের চিহ্নিত করতে হবে – হুম্মাম কাদের চৌধুরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 18, 2025 - 3:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

 রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: “বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন,” আমাদের কাছে বারবার তথ্য আসছে আওয়ামীলীগ গোপনে মিছিল করবে,মাঠ দখল করবে।

আমরাও অপেক্ষায় আছি দেখার জন্য আওয়ামী লীগের কোন নেতা, কোন রাস্তা দিয়ে বের হয়। ১৬ বছর ধরে যারা অত্যাচার করেছে তাদের চিহ্নিত করতে হবে। ” সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর অডিটরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি আবদুল আলীম সওদাগর। প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি ওয়াকিল আহমদ।

জিয়া মঞ্চ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল সালাম সবুজ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস সিকদার, জেলা যুবদল নেতা এস এম ইফতেখার উদ্দিন রুবেল, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, সহসভাপতি মো. ফারুক, জেলা বিএনপি নেতা সৈয়দ ফজলুল করিম মিনা, সাবেক পৌর মেয়র নুরুল আমিন তালুকদার,

সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. হোসেন, বিএনপি নেতা হেলাল উদ্দিন শাহ, মো. মসিউদ্দৌলাহ, এখতেয়ার হোসেন, সৈয়দ নুর প্রকৌশলী নাসির উদ্দিন, জিয়া মঞ্চ কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা মোহাম্মদ আবদুল হালিম, আবদুল গফুর খাঁন, অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, খোরশেদ আলম ফারুকী, চট্টগ্রাম উত্তরজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রমুখ। হুম্মাম কাদের আরো বলেন, “বর্তমান সময়ে বিএনপি অনেক দূর চলে এসেছে,আমরা আর প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। তারেক রহমানের অনুরোধে ৩১ দফায় যা কিছু উল্লেখ আছে সেগুলো যেন সবার কাছে পৌঁছে দেওয়া হয়। জিয়া মঞ্চের অনেকেই মন দিয়ে কাজ করছেন, ওনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, আয়না ঘর পরিদর্শন করেছি, যেখানে আমি ৭ মাস বন্দী ছিলাম। সিনিয়র নেতাদের বক্তব্যে বলা হয়েছে হুম্মাম কাদেরের উপর বেশি অত্যাচার হয়েছে, আর আমি বলছি আমার থেকে আমার বাবার উপর বেশি অত্যাচার হয়েছে যার কারণে আমি আমার বাবাকে হারিয়েছি আর আপনারা আপনাদের ভাইজানকে হারিয়েছেন।

আমার মতো দশটা হুম্মাম কাদের কখনো সালাউদ্দিন কাদেরের জায়গায় উপনীত হতে পারব না। আপনারা আমার বাবার কাছ থেকে যে ভালবাসা পেয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের এভাবে ভালোবাসা দেওয়ার জন্য।
রাঙ্গুনিয়ার মানুষ সালাউদ্দিন কাদের ও তার পরিবারকে কত ভালোবাসে এটা অনেকবার প্রমান পেয়েছি। ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়ায় জিয়া মঞ্চ’র কর্মী সভায় বক্তব্য দেন হুম্মাম কাদের চৌধুরী।

Proudly Designed by: Softs Cloud