কবিতা “শহীদ মিনায় যাব”

শহীদ মিনায় যাব
আব্দুস সাত্তার সুমন
ও দাদাভাই আজকে নাকি
একুশে ফেব্রুয়ারি?
লাল গোলাপ কিনে দিবা
দাওনা ফুলের ঝুড়ি!
ফুলে ফুলে রাঙিয়ে দিব
করে নিব বরণ,
কৃষ্ণচূড়া ছড়িয়ে দিব
আমার ভায়ের চরণ।
রাত বারোটা হলে পরে
খালি পায়ে হেঁটে,
সাইদ সুবা বন্ধু সকল
যাব শহীদ গেটে।
বাংলা ভাষা ভালোবাসি
পুষ্প দিব গিয়ে,
সাজিয়ে দিব শহীদ মিনার
আঁলোর প্রদীপ দিয়ে