ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৮:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, February 21, 2025 - 12:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধি: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আদম সুফি ও গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারি প্রমুখ।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ ছাড়া শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের বই মেলায় ২৮টি স্টল অংশ নিয়েছে, যেখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রকাশনী সংস্থাগুলো বই প্রদর্শন ও বিক্রি করছে। আয়োজকরা আশা করছেন, মেলাটি বইপ্রেমীদের জন্য আকর্ষণীয় হবে এবং নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বই মেলা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উন্মুক্ত থাকবে। বিভিন্ন সাহিত্যিক, লেখক ও গবেষকের উপস্থিতিতে মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত হবে।

Proudly Designed by: Softs Cloud