ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়িতে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 23, 2025 - 4:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।২৩শে ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৮ টায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।
মাষ্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) সৈয়দ মুমিদ রায়হান।এসময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন কালে পুলিশ সুপার অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এসময় খাগড়াছড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Proudly Designed by: Softs Cloud