নেত্রকোণার বারহাট্টায় শুরু হয়েছে বিএনপিএসের নারী ইস্যুভিত্তিক গান ও নাটকপ্রদর্শনী

মামুন কৌশিক, বারহাট্টা, নেত্রকোনাঃ বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতাবৃদ্ধিসহ বৈষম্যহীন একটি রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ নারী প্রগতি সংঘ(বিএনপিএস) বারহাট্টা কেন্দ্রের উদ্দ্যোগে দুই দিন ব্যাপী নারী ইস্যুভিত্তিক গান ও নাটক প্রদর্শনী শুরু হয়েছে।আজ সোমবার মঞ্চায়নের প্রথম দিন বারহাট্টা মনসুর আহমাদ মহিলা কলেজ প্রাঙ্গনে প্রদর্শিত হয়েছে এর প্রথম প্রদর্শনী। প্রথম প্রদর্শনীতে কলেজ শিক্ষার্থী,শিক্ষক,নারী দলের সদস্য, সিএফ সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন। নাটকের স্ক্রিপ্ট তৈরী ও মহড়া পরিচালনা করে এটি মঞ্চায়নে সহায়তা করেছেন বারহাট্টা কংস থিয়েটারের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ফারুক।
নাটক শুরুর প্রারম্ভে উদ্ভোধনী বক্তব্যে বিএনপিএস
কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, আজকের এই নাটক ও গানের কথার মধ্য দিয়ে বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা বেন্ধ একটি সামাজিক সেচতনতা সৃষ্ঠি হেব যা আগামী দিনে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মানের আন্দোলন কে বেগবান করবে। আগামী ২৫ ও ২৬ ফেব্রয়ারি বারহাট্টার দুটি পৃথক স্থানে এই প্রদর্শনীর মধ্য দিয়ে এটি সমাপ্ত হবে