ধামইরহাটে দীর্ঘ অপেক্ষার শেষে বালুমহাল হস্তান্তর করলেন প্রশাসন

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে দীর্ঘ কয়েকমাস অপেক্ষার পর উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বালুমহাল দখল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা আত্রাই নদীতে অবস্থিত মোট ৫টি মৌজায় অবস্থিত বিভিন্ন পয়েন্ট এর বালুমহালের দখল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। জানা গেছে, উপজেলার চকহরিহরপুর এলাকার মৃত বিশ্বনাথ চৌধুরীর ছেলে শ্রী ভোলানাথ চৌধুরী মাহামন্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১০৮১৫/২০১২ এর ২১-৩-২৪ তারিখের আদেশ অনুযায়ী জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির গত ২৪-১০-২৪ ইং তারিখে সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০.০০.০০০০.১৩৫.৩৩.০০২.২৫/১৪ নং স্বারক প্রাপ্ত আইনে চলতি বছরের ফাল্গুন ও চৈত্র মাসের জন্য পঁচিশ লক্ষ ৫৩ হাজার ৫শত ৫৬টাকায় ইজারা প্রদান করে। জেলা প্রশাসকের নির্দেশনায় মঙ্গলবার ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের সার্ভেয়ার উপজেলা আত্রাই নদীর ইজারাকৃত উদয়শ্রী, পশ্চিম চানপুর, ভগবানপুর, চবভরাট এবং রসুলবিল এলাকায় অবস্থিত বিভিন্ন পয়েন্ট এর বালুমহাল দখল হস্তান্তর এবং সীমানা নির্ধারণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সরকারি রাজস্ব পরিশোধ করা ব্যক্তি ছাড়া যদি কোন ব্যক্তি নদী থেকে কোন অবৈধ ভাবে বালু উত্তোলন করেন তাহলে উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।