ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 27, 2025 - 7:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

জিয়াউল কবীর স্বপন:রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গেল ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। এই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফেব্রুয়ারি ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা শেষে সভায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিটি বিভাগের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি, ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে যানজট নিরসনে বিশেষ পরিকল্পনা এবং রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখার জন্য নানা কৌশল নির্ধারণ করা হয়।

সভা শেষে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মো: রফিকুল ইসলামকে তার অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এই সময়, তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করে, তার দীর্ঘ কর্মজীবনের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

পাশাপাশি, তার ভবিষ্যৎ জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর)খোরশেদ আলম প্রমুখ।এছাড়া আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশের বিভিন্ন ইউনিট ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Proudly Designed by: Softs Cloud