ঢাকা | এপ্রিল ৬, ২০২৫ - ২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার ৩ হাজার দরিদ্র পরিবারকে ঈদবস্ত্র দিল নুরুল হক জরিনা ফাউন্ডেশন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 28, 2025 - 4:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃরাঙ্গুনিয়ার তিন হাজার দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

শুক্রবার (২৮ মার্চ) বিকালে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় এসব সহায়তা দেওয়া হয়।ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু জাফর ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন নুরুল হক জরিনা মহিলা মাদ্রাসার সভাপতি আবুল কালাম, মরিয়মনগর জামে মসজিদের সভাপতি আবুল ফয়েজ, আবদুল আল হান্নান প্রমুখ। শেষে স্থানীয় গরীব দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এরআগে মাহে রমজান উপলক্ষে আলহাজ্ব নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই হাজার দুস্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছিল।

উল্লেখ্য দীর্ঘ সময় ধরে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় নিয়মিত ত্রাণ সহায়তা করে আসছে নুরুল হক জরিনা ফাউন্ডেশন। প্রতি রমজানের শুরুতে ইফতার সামগ্রী এবং ঈদের পূর্বে ঈদবস্ত্রসহ অসুস্থ রোগী, গরীব মেয়েদের বিয়েতে সহায়তাসহ নিয়মিত নানা সাহায্য অব্যাহত রেখেছে ফাউন্ডেশনটি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর।

 

Proudly Designed by: Softs Cloud