রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী: প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

নিজস্ব প্রতিবেদক:নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা সবসময় নিজের উদ্যোগ ও পরিশ্রমের মাধ্যমে অনুপ্রেরণা সৃষ্টি করেন। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুজন মিয়া।
এবারের ঈদে নিজের পরিবার ও ভবিষ্যতের কথা চিন্তা করে সুজন মিয়া একটি লাচ্ছা সেমাইয়ের দোকান দিয়েছেন। পড়াশোনার পাশাপাশি তিনি নিজেই ব্যবসা পরিচালনা করছেন, যা শুধু তার জন্য নয়, ছাত্রদলের অন্য নেতাকর্মীদের জন্যও এক ইতিবাচক দৃষ্টান্ত।
এ বিষয়ে সুজন মিয়া বলেন, “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি। আমি চাই, আমার মতো অন্য ছাত্রদল কর্মীরাও আত্মনির্ভরশীল হোক, নিজেদের কাজের মাধ্যমে সম্মান অর্জন করুক।”
তার এই উদ্যোগে এলাকার অনেকেই প্রশংসা করেছেন। স্থানীয়রা বলছেন, ছাত্রনেতাদের এ ধরনের কর্মসংস্থানমূলক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং সামাজিকভাবে ইতিবাচক পরিবর্তন আনবে।
সুজন মিয়ার মতো স্বাবলম্বী ছাত্রনেতারা ভবিষ্যতে দেশ গঠনে বড় ভূমিকা রাখবেন—এটাই সবার প্রত্যাশা।
জানা যায়, সুজন মিয়া দিনাজপুর সরকারি কলেজে প্রিলিমিনারি মাস্টার্স অধ্যায়নরত । তিনি বোটানি সাবজেক্টে পড়াশোনা করেছেন।
দাউপুর ডিগ্রী কলেজ থেকে
ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি করেছেন। সে দাউদপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। তার এমন কার্যক্রম সমাজে ব্যাপক প্রশংসিত হচ্ছে।