ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ১২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সবার সাথে আনন্দ ভাগাভাগির প্রত্যয়ে রাঙ্গুনিয়া বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 29, 2025 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাহাত (৮) এতিমখানায় বেড়ে উঠা ছোট্ট এক বালক।যার কাছে ঈদের অর্থটা অনেকটাই ফ্যাকাসে।বন্ধুদের ভালোবাসার রঙ্গিন জামাটা গায়ে জড়িয়ে পৃথিবীর অপার সৌন্দর্য উপভোগের স্বাদ পেয়েছে।

ঠিক এভাবেই রাহাতের মতন প্রতিবন্ধী হাসান ও রাফির মতন আরো ৩০ জন শিশুদের সাথে ঈদের আনন্দ আর প্রাণবন্ত খুশিতে নিজেদের রাঙ্গিয়ে নিতে সহমর্মিতার ঈদ প্রোগ্রাম বাস্তবায়ন করেছে রাঙ্গুনিয়া বন্ধুসভার বন্ধুরা।

উপদেষ্টা ও বন্ধুদের নিজেদের শপিং এর জন্য বরাদ্দকৃত অর্থ থেকে প্রদান করা সহায়তা নিয়েই এই আনন্দ উৎসব পালন করে বন্ধুরা।

গতকাল ২৮ মার্চ সকাল থেকে উপজেলার দুইটি এতিমখানার ৩০ জন শিশুদের ঈদের নতুন জামা ও হতদরিদ্র পাচটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বন্ধুরা।

সারাদিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করেছেন ❝সহমর্মিতার ঈদ❞ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও অর্থ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস এবং সদস্য সচিব ও সহ-সাংগঠনিক সম্পাদক মুবিন উদ্দীন এবং সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত দায়িত্বপ্রাপ্ত বন্ধুরা।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা জনাব সঞ্জীব সুশীল। এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি এম.মোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শিক্ষক আবদুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক কবি শাহী মোহাম্মদ ইলিয়াস, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম কার্যনির্বাহী সদস্য মিজান, ইমরান, নোমান, লিয়াকত আলী প্রমুখ।

Proudly Designed by: Softs Cloud