ঢাকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৩:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বরগুনার আমতলীতে চ্যানেল আমতলীর পরিচালনা পর্ষদ গঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 12, 2025 - 11:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদকঃ-বরগুনার আমতলীতে চ্যানেল আমতলী ২০২৫-২৬ সালের পরিচালনা পর্ষদ গঠন কল্পে আজ এক সভা চ্যানেল আমতলী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চ্যানেল আমতলীর ব্যবস্হাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির এর সভাপতিত্বে ও কামরুল হাসান সায়মন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাবেক কাউন্সিলর আবুল বাশার রুমি কে চেয়ারম্যান ও মাজহারুল ইসলাম মিল্টন বিশ্বাস কে নির্বাহী পরিচালক করে

২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। পরিচালনা পর্ষদের অপর সদস্যরা হলেন- এইচ,এম দেলোয়ার (ভাইস-চেয়ারম্যান), মোস্তাফিজুর রহমান লিটন (ভাইস-চেয়ারম্যান), মেহেদী মাসুদ রিপন (পরিচালক, প্রশাসন), গোলাম মাওলা রিপন (পরিচালক- অর্থ), গাজী মোঃ জসিম (পরিচালক- উন্নয়ন) কামরুল হাসান সায়মন (পারিচালক,বার্তা) মোহাম্মদ বায়জীদ তালুকদার (পরিচালক,বানিজ্য)।

এছাড়াও সভায় সিদ্ধান্ত হয় যে, মোঃ সাইফুল্লাহ নাসির চ্যানেল আমতলীর ব্যবস্হাপনা পরিচালক ও সিও হিসাবে দায়িত্ব পালন করবেন।

 

Proudly Designed by: Softs Cloud