ঢাকা | এপ্রিল ২৬, ২০২৫ - ১২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালিতে ব্রিকসেন প্রবাসী বাংলাদেশীদের ঈদ আনন্দ মেলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 12, 2025 - 11:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 124 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :ঈদ মানেই আনন্দ , ঈদ মানেই খুশি । ঈদের এই আনন্দকে ভাগাভাগি করতে ইতালির ব্রিকসেন প্রবাসী বাংলাদেশীরা একত্রিত হয়ে আনন্দে মেতে উঠে । শুধু ব্রিকসেন প্রবাসী বাংলাদেশীরা নয় , ঈদ পরবর্তী এই উৎসবে যোগদেন বোলজানো ও আশপাশের এলাকার প্রায় তিন শতাধিক বাংলাদেশী সহ ইতালিয়ানরাও।

ব্রিকসেনের ডন বসকো হল রুমে আয়োজিত ঈদ আনন্দ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য এবং আওতো আদিজে বিভাগের ক্রীড়া মন্ত্রী পিটার ব্রুনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় মেয়র সারা দিয়াকোম। আলোচনা সভায় কমল রাইয়ান এর পরিচালনায় সভাপতিত্ব করেন বোলজানো র কমিউনিটি ব্যাক্তিত্ব খাঁন খসরু। ব্রিকসেন প্রবাসী বাংলাদেশী কামাল হোসেন , রেহানা হোসেন শিল্পী ও পুতুল কবীর এর আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন , বোলজানো প্রবাসী প্রবীণ বাংলাদেশী আনোয়ার হোসেন , এফ কামাল রহমান , ইসলাম ভূইয়া , সিরাজ ফকির , আরো উপস্থিত ছিলেন , জাহিদ হোসেন , গাজী শহিদুল ইসলাম , খাঁন শক্তি , সোহেল রানা রানু , মোফাজ্জল হোসেন মামুন , সোহেল চৌধুরী , কাজল প্রমূখ ।

আলোচনা শেষে প্রধান অতিথি পিটার ব্রুনার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশীরা। সে সময় দেশীয় খাবার ও মিষ্টান্ন আপ্যায়নের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সেখানে বসবাসরত ছোট ছোট ছেলে মেয়ে রা । এমন একটি আয়োজনে বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য প্রধান অতিথি সংসদ সদস্য পিটার ব্রুনার আয়োজকদের ধন্যবাদ জানান। এবং বাংলাদেশীদের পাশে থেকে কাজ করার আশা ব্যাক্ত করেন।

Proudly Designed by: Softs Cloud