ঢাকা | এপ্রিল ২৫, ২০২৫ - ৮:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পরীক্ষা কেন্দ্রে খাতা বদল ও নকলের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করলেন ইউএনও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 15, 2025 - 1:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

স্টাফ রিপোর্টারঃময়মনসিংহের সদর উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কাতলাসেন কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দুই পরীক্ষার্থীকে মুল খাতা

খাতা বদল এবং এক শিক্ষার্থীকে নকল রাখা অবস্থায় হাতেনাতে ধরে তাদের তিনজনকেই বহিস্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গণিত পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি। বহিস্কৃত তিন পরীক্ষার্থী আরবী দ্বিতীয় পত্র পরীক্ষা দিচ্ছিলেন।
বহিষ্কৃত এই শিক্ষার্থীরা হচ্ছে- ইয়াসিন আরাফাত সনি, কাউছার মাহমুদ এবং ছাব্বির মাহমুদ শামীম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে দুই পরীক্ষার্থীকে মুল খাতা বদল অবস্থায় এবং নকল রাখা অবস্থায় একজনকে হাতেনাতে ধরে তাদের তিনজনকেই বহিস্কার করা হয়েছে। তাদের তিনজনকেই বহিষ্কার এর জন্য কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেন্দ্র সচিব রিপোর্ট বোর্ডে প্রেরণ করেছেন মর্মে নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

তিনি বলেন-আগামী দিনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীরা যেন লেখাপড়ায় আগ্রহী হয় সে লক্ষে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ হচ্ছে। পরীক্ষা চলাকালে প্রতিদিন উপজেলার সকল কেন্দ্র পরিদর্শন করে নকল মুক্ত পরীক্ষা কেন্দ্র উপহার দিতে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

Proudly Designed by: Softs Cloud