শুদ্ধভাবে হজ পালনের জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই : উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিক প্রচেষ্টা ও দিক নির্দেশনায় এবারে হজের সার্বিক কার্যক্রমে সুষ্ঠু ব্যবস্থাপনা দৃশ্যমান। এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের সঠিক নজরদারিতে এবারে বাংলাদেশের হাজীদের সকল সুযোগ সুবিধার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৫এপ্রিল) নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের তত্ত্বাবধানে ময়মনসিংহ জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ‘হজ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫’ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।
আগামী ১৭ এপ্রিল পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলবে। এবছর সরকারি ও বেসরকারী পর্যায়ে হজ গমনে নিবন্ধিত ৮৩৫ জন হজ্জ যাত্রী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।
ইসলামিক ফাউন্ডেশনক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক হাবেজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম,ইসলামিক ফাউণ্ডেশন সম্বন্বয় বিভাগের পরিচালক মহিউদ্দিন সহ ইসলামিক ফাউণ্ডেশন কেন্দ্রীয় ও ময়মনসিংহ বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ।
কর্মশালায় প্রধান অতিথি মোখতার আহমেদ – হজ পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, শুদ্ধভাবে হজ পালনের জন্য সম্মানিত হাজীদের সবধরণের প্রস্তুতি ও খুঁটিনাটি বিষয় জানা থাকতে হবে। তাই হজে যাওয়ার আগে শরিয়তের নিয়ম অনুসারে নির্দিষ্ট বিষয়গুলো হাজীদের জানা থাকলে কোন সমস্যায় পড়তে হয়না। এজন্য হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার আগে হাজীদের জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম অংশগ্রহণ করে সকল হজ যাত্রীদের প্রতি সংক্ষিপ্ত গাইডলাইন প্রকাশ করেন এবং সহীহ নিয়্যতে হজ সম্পন্ন করার জন্য তার দোয়া রইবে বলে উল্লেখ করেন।