ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইপিজেড থানাধীন ও পাঁচলাইশের শুলকবহর থেকে লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 19, 2020 - 6:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 161 বার

সিনিয়র ষ্টাফ রির্পোটার মোঃ শহিদুল ইসলামঃ ১৯ ডিসেম্বর, নগরীর উত্তর পতেঙ্গাস্থ খেঁজুরতলা এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ আলমগীর কোং(৪৬) নামে যুবকের মৃতু দেহ উদ্ধার করেছে ইপিজেড থানার আওতাধীন পুলিশ টিম। প্রর্তক্যদর্শী সূত্রে জানা গেছে যে,মোঃ আলমগীর (৪৬), পিতা-নুর আলী,পতেঙ্গার খেঁজুরতলা এলাকার স্থানীয় আলী আব্বাসের বাড়ীর বাসিন্দা।

সে ইট-বালুর ব্যবসায়ী বলে জানা গেছে। ১৯ডিসেম্বর,শনিবার ভোররাতে ব্যবসা সংক্রান্ত কারণে দূবৃত্তরা গলায় রশি দিয়ে হাত-পা বেঁধে বেড়ীবাধ সংলগ্ন খালে পেলে হত্যা হতে পারে বলে ধারণা করে বলছেন নিহতের প্রতিবেশীরা । লাশের খবর পেয়ে অনেক দেরীতে থানা সীমনা নির্ধারণ নিয়ে লাশ উদ্ধারে জটিলতা হলেও শনিবার দুপরের দিকে পতেঙ্গাস্থ বেড়ীবাঁধের উত্তর পার্শ্বে নিকটস্থ সিডিএ রিং রোড (ইপিজেড থানা)পুলিশ টিম লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। থানার দায়িত্বরত ডিউটি অফিসার (উপ-পরিদর্শক)পুলিশ ঘটনার সত্যতা জানিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।

নিকট আত্মীয়রা থানায় যোগাযোগ করে নিহত মোঃ আলমগীর (৪৬) কে সনাক্ত করেন। এব্যাপারে ইপিজেড থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে বলে থানা সূত্রে জানাই।

এদিকে পাঁচলাইশ থানাধীন শুলকবহরে নালা থেকে ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আলম বলেন, শুলকবহর এলাকায় নালা থেকে ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে।

সংবাদ সূত্রঃ নিকটস্থ থানা ও প্রত্যর্কদর্শী১৯/১২/২০২০ইং