ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাঠালের প্রতিটি বাজারেই বিশুদ্ধ পানির ব্যবস্থায় প্রকল্প হাতে নিয়েছেন চেয়ারম্যান কামাল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 19, 2020 - 8:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 153 বার

আরিফ রববানী,ময়মনসিংহ ঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে গড়া সাবেক ছাত্রনেতা ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল বলেছেন- পুন:রায় নির্বাচিত হয়ে কাঠালের চেয়ারম্যান হতে পারলে উন্নয়ন কর্মকান্ডকে আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি জনগনকে সাথে নিয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন উপহার দিবো, উন্নয়নের মডেল হবে কাঠাল ইউনিয়ন।

তিনি শনিবার ১৯ শে ডিসেম্বর ইউনিয়নের তেতুলিয়াপাড়া মিলন বাজারে ব্যবসায়ী,ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের জন্য বিশুদ্ধ পানির সুবিধার্থে ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে
LGSP -3 প্রকল্পের আওতায় সাবমার্সিভল পাম্প ও পানির ট্যাংকির উদ্ভোধন কালে এসব কথা বলেন।

এসময় চেয়ারম্যান কামাল বলেন-শুধু মিলন বাজারে নয় ইউনিয়নের প্রতিটি বাজারেই এরকম সাবমার্সিভল পাম্প স্থাপন করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাঠাল কালির হাট বাজার,বনগ্রাম বাজার সহ তিনটি বাজারে এই প্রকল্প চলমান রয়েছে। ইউনিয়নের কালির বাজারসহ সবকটি বাজারেই ব্যবসায়ী ও পথচারীদের সুবিধার্থে সাব মার্সিবল স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে সবকটি বাজারেই এই প্রকল্প বাস্তবায়ন হবে। এছাড়াও আরো বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেগুলোর কার্যক্রম চলমান রয়েছে। তিনি ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে অনেক বীর বাঙ্গালীরা দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন। যে স্বপ্ন নিয়ে তারা মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমি সবসময় জনকল্যাণে কাজ করে সুখী-সমৃদ্ধ কাঠাল ইউনিয়ন গড়তে কাজ করে যাব। তিনি চলমান এসব উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে আবারো সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আবুল কালাম,সেলিনা আক্তার,মিলন বাজার বণিক সমিতির সভাপতি দুলাল, সাধারন সম্পাদক সুমন সহ সকল ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা গণ উপম্হিত ছিলেন।

এদিকে বাজারের ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করায় এখন থেকে আর পানির কষ্ট করতে হবে না,বর্ষাকালে কাঁদার কষ্ট করতে হবে না বিধায় স্থানীয় সর্বস্তরের জনতা ও ব্যবসয়ীদের মাঝে আনন্দ ঘণ পরিবেশ সৃষ্টি হয়েছে। কামাল চেয়ারম্যান হওয়ার পর থেকে মিলন বাজারে এই প্রকল্পসহ বাজারের কাদা দূরীকরণে বালু দেওয়ার ফলে কাদা নির্মুল হওয়ায় মিলন বাজারের ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আলোচনার স্থান দখল করেছেন চেয়াম্যান কামাল। বালু দেওয়া এই বাজারে আর কাদা থাকবেনা মিলন বাজারে। এই বাজারে আরো ২ টি প্রকল্প সুষ্ঠুভাবে সমপন্ন করেছেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল।