ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:২০ অপরাহ্ন

পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নান্নু সভাপতি ফাত্তাহ সম্পাদক নির্বাচিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 19, 2020 - 8:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 172 বার

মাহমুদুল হাসান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। গত ১৯ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় ঘোলা বোর্ডের ঘর এম.আর বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ কৃষকলীগ রামনাথপুর ইউনিয়ন শাখার নান্নু মিয়া সভাপতি ও ফাত্তাহ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ মেরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- এ্যাড.আজিজুর রজমান রাঙ্গা,সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ পীরগঞ্জ উপজেলা শাখা, প্রধান বক্তা কৃষিবিদ লুৎফুর বারী- আল ওসমানী, সদস্য বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি শফিউর রহমান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগঞ্জ উপজেলা শাখা,সাদেকুল ইসলাম বি.এস.সি, চেয়ারম্যান ১৩ নং ইউপি পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগঞ্জ উপজেলা শাখা, সিরাজুল ইসলাম সিরাজ, বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ শিল্পোদ্যোক্তা ও সদস্য উপজেলা আওয়ামীলীগ,আলহাজ্ব শরিফ নেওয়াজ,সদস্য উপজেলা আওয়ামীলীগ প্রমুখ।

সম্মেলনে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের পূর্বে সম্মেলনটি উদ্বোধন করেন শফিকুল ইসলাম যাদু সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ রংপুর জেলা শাখা।