ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৪ অপরাহ্ন

কুড়িগ্রামে সভাপতির স্বাক্ষর জাল করে স্কুলের টাকা আত্মসাৎ এর অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 20, 2020 - 2:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 184 বার

আরিফুল ইসলাম জয়, ষ্টাফ রিপোর্টার : কুড়িগ্রামের ফুলবাড়িতে সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে স্লিপের টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে পূর্ব রামরাম সেন সরাসরি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে ওই বিদ্যালয়ের নামে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা (স্লিপ) এর ৫০ হাজার টাকা, রুটিন মেইন্টেনেন্স এর ৪০ হাজার টাকা এবং প্রাক প্রাথমিক শ্রেনীর ১০ হাজার টাকা বরাদ্দ হয়। নিয়ম অনুযায়ী প্রাক প্রাথমিক শাখায় প্রধান শিক্ষকের একক হিসাবে এবং স্লিপ ও রুটিন মেইন্টেনেন্স এর টাকা সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে পরিচালিত হিসাবে জমা হয়। বিদ্যালয় বন্ধ থাকায় প্রধান শিক্ষক খাদিজা খাতুন গোপনে সভাপতি আবু মুছার স্বাক্ষর জাল করে উক্ত যৌথ হিসাব থেকে দুই কিস্তিতে ৮২ হাজার টাকা উত্তোলন করেন বলে এমন অভিযোগ করেন স্কুলের সভাপতি।

ম্যানেজিং কমিটির সভাপতি আবু মুসা জানান, স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের বিষয়ে ১৩ ডিসেম্বর ইউএনও বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। ১৪ ডিসেম্বর প্রধান শিক্ষক তড়িঘরি করে ২ হাজার টাকায় বিদ্যালয়ের সাইনবোর্ড ও ৮ হাজার টাকায় একটি স্লিপার স্হাপন করেন। বাকি ৭২ হাজার টাকা প্রধান শিক্ষক আত্তসাত করার পায়তারা করেছেন।

স্বাক্ষর জাল করার বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক খাদিজা খাতুন বলেন, বরাদ্দ অনুযায়ী বিদ্যালয়ের কাজ করা হয়েছে। সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ি কুড়িগ্রাম শাখা ব্যাবস্হাপক শাহিন ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,জাল স্বাক্ষর প্রমানিত হলে আইনগত ব্যাবস্হা গ্রহন করা হবে।

উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক অভিযোগের অনুলিপি পাওয়ার কথা স্বীকার করে জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।