স্ত্রীসহ করোনার টিকা নেবেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন সোমবার ডেলাওয়ার অঙ্গরাজ্যে করোনাভাইরাসের টিকা নেবেন।
বাইডেনের মুখপাত্র জেন প্যাসাকি শুক্রবার এ কথা জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে করোনাভাইরাসের টিকা নেবেন।
এর আগে শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি টিকার ডোজ নেন।
যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের এসব পদক্ষেপের মাধ্যমে প্রাণঘাতী মহামারির বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিরোধের দেয়াল গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া টিকার বিষয়ে জনগণের আস্থা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্যাসাকি সাংবাদিকদের বলেন, মাইক পেন্সের মতো বাইডেনও জনসমক্ষে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজটি গ্রহণ করবেন।