ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মহেশখালীতে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 20, 2020 - 5:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 155 বার

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডঃ সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও এডভোকেট ফরিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি করায় মহেশখালী উপজেলা আওয়ামী লীগ তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য গতকাল ১৯ শে ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত মোতাবেক উক্ত সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে মহেশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে।

আজ ২০শে ডিসেম্বর সকাল ১০টায় মহেশখালী আওয়ামী লীগের পার্টি অফিসে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মশরফা জান্নাত এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিনা আকতারের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়েছে। এসময় মহেশখালী মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও মহেশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মশরফা জান্নাত বলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে প্রতিটি ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের যথাসময়ে উপস্থিত থেকে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ করেন।