ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁয়, কৃষকের স্বপ্নের ফসল ধান স্বপ্ন ছোঁয়ার আশায়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 21, 2020 - 10:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 118 বার

রহমতউল্লাহ আশিকুর জামান নুর নওগাঁ জেলা প্রতিনিধি ঃনওগাঁর কৃষকের মাঠে মাঠে সোনালী ধানের চারা ,কৃষকের এক স্বপ্ন ছোঁয়া ফসল ।

নওগাঁ জেলার১১ টি উপজেলা জুড়ে প্রধান শস্য ধান এছাড়াও রয়েছে,বিভিন্ন সবজি মসলার আবাদ । ধানের জাত গুলোর মধ্যে অন্যতম ব্রি- ধান , ব্রি-ধান ২৮, কাটারি ভোগ , জিরাশাল সহ বিভিন্ন দেশী বিদেশী জাতের ধান ।

সবুজের এলে হার এ যেন কৃষকের মন ছোঁয়া আবহাওয়া বাণী। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং দেশের প্রায়, কৃষিপণ্যের সর্বোত্তম ধান।
ধান বাংলাদেশের প্রধান শস্য । দেশের খাদ্যের চাহিদার চালের যোগান প্রায় বেশির ভাগই, পূরণ হয় বাংলাদেশের উৎপাদিত ধান দারা।

নওগাঁ জেলা কৃষকের অন্যতম শ্রেষ্ঠ ফসল ধান আর দেশের প্রায় অর্ধেক ধান এ জেলায় উৎপাদিত হয়। আমন মৌসুমে জেলায় এক লক্ষ ৯১ হাজার ৮৫০হেক্টর জমিতে আমন চাষ করা হয় এর লক্ষ্যমাত্রা হেক্টরপ্রতি ৩.৪০ মেট্রিক টন যা ৬ লক্ষ ৫২ হাজার ২৯০ মেট্রিক টন চাল উৎপাদন সম্ভাবনা হয় । ধার্যকৃত লক্ষ্য মাত্রার চেয়ে ৪০ হাজার ১৫ মেট্রিক টন বেশী ।

তবে আবহাওয়া অনুকূলে থাকলে “ইরি” মৌসুমে এই লক্ষ্যমাত্রা কে অতিক্রম করবে যা দেশের সার্বক্ষণিক খাদ্য চাহিদা যোগান দিতে প্রস্তুত ।
আমন মৌসুমে জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয় ধান নষ্ট হয় এতে করে এ জেলার কৃষক কিছুটা বিচলিত হন তবুও ধার্যকৃত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদিত হওয়ায় সন্তুষ্ঠ এ জেলার কৃষক ।