ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ প্রকাশের পর নাগেশ্বরীতে সরকারী ঘর পেল গৃহহীন আবুল কাশেম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 22, 2020 - 2:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 184 বার

আরিফুল ইসলাম জয়, স্টাফ রিপোর্টার : কুড়িগ্রামের নাগেশ্বরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নাগেশ্বরীতে ‘ক’ শ্রেনীর ভূমিহীন ও গৃহহীনদের ঘর বরাদ্দের অংশ হিসাবে গৃহহীন আবুল কাশেম ঘর পেয়েছেন।

দৈনিক আগামীর সংবাদ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সরকারি ঘর বরাদ্দ পেলেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন এর আবুল কাশেম।
ঘর পেয়ে আনন্দে কেঁদে ফেললেন তার প্রতিবন্ধি ২ পুত্র ও স্ত্রী। সন্তানদেরকে নিয়ে র্দীঘ ৩০ বছর যাবত অন্যের যায়গায়, হাসনাবাদের শ্রীপুর দক্ষিণ হাউরী টারী গ্রামের একটি ভাঙ্গা কুড়েঁ ঘরে বসবাস করে আসছিলেন।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ১ লক্ষ ৭০ হাজার টাকা ঘর নির্মান করার জন্য বরাদ্দ দেওয়া হয়। ঘর পেয়ে অসহায় আবুল কাশেম প্রধান মন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

গৃহহীন আবুল কাশেম বলেন, আমার থাকার ঘরের ব্যবস্থা করায় আমি খুব খুশি। এতে আমি আমার ২ প্রতিবন্ধি সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারবো।

হাসনাবাদ ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা হাফিজুল হক বলেন, অসহায় পরিবারটিকে সরকার ঘর বরাদ্দ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।