ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৪৯ অপরাহ্ন

১৬,১৭,১৮ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থী আয়েশা সুলতানা শেফালী।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 22, 2020 - 10:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 142 বার

মোঃ চাঁদ আলী কুষ্টিয়া জেলা প্রতিনিধি ঃঃ কুষ্টিয়া পৌরসভার ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদপ্রার্থীআয়েশা সুলতানা শেফালীকে সমর্থন জানিয়েছেন ওয়ার্ডবাসী।

আজ সন্ধ্যায় বাড়াদী এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল, মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা ও সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে মানুষের ভালবাসার ডাকে সাড়া দিয়ে তিনি কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে তিনি ব্যাপক পরিচিত লাভ করেছেন। শুধু তাই নয়, করোনাকালীন সময়ে অনেক কর্মহীনদের বাড়ীতে বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ সহ, হ্যান্ড স্যানিটাইজার, সাবাব ও মাস্ক বিতরণ করেছেন।

আয়েশা সুলতানা শেফালী জানান, আমি বিজয়ী হলে নিরাপদ, নারীবান্ধব ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করবেন, বর্তমানে নারীরা বিভিন্ন ধরনের পেশায় যুক্ত থাকায় গতিশীলতা বেড়েছে। তবে নারীরা রাস্তাঘাটে গণপরিবহন, কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাবে বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছেন। তিনি সকল নারীদের অধিকার প্রাপ্তিতে, কর্মজীবী নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করবেন।

তিনি বলেন, কর্মক্ষেত্রে সব জায়গায় সমাজের সর্বস্তরে নারীদের সমান অংশ গ্রহণ নিশ্চিতে কাজ করছে সরকার। কিন্তু নারীদের সাফল্যের জন্য নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য নারীর নিজের চিন্তা চেতনাকে বিকশিত করতে হবে। নিজেদের মানুষ হিসেবে ভাবতে হবে। বাংলাদেশ কে সোনার বাংলা গড়তে নারী-পুরুষ সবাইকে সমানভাবে কাজ করতে হবে।

কুষ্টিয়া পৌরসভার ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের প্রতিটি মানুষই আমাকে ভালবাসে, স্নেহ করে। আমি সব সময় অসহায়দের পাশে দাঁড়িয়েছি।
তাদের সুখে দুখে সবসময় তাদের পাশে ছিলাম আছি এবং থাকবো। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপির এই কুষ্টিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশা করছি এবারের নির্বাচনে ভোটাররা আমাকে বিপুল ভোটে অবশ্যই মুল্যায়ন করবেন।