ভেড়ামারা পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র প্রার্থীর কাগজপত্র বৈধ ঘোষণা
কুষ্টিয়া ভেড়ামারা: ভেড়ামারা পৌরসভা নির্বাচনে উপজেলা মিলনায়তন হল রুমে আজ সকাল ৯:৩০ মিনিটের সময় মেয়র প্রার্থী’র যাচাই-বাচাই কার্যক্রম শুরু হয়। এসময় ৫ জনের মধ্যে ৩ জনের কাগজপত্র বৈধতা দিলেন রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার।
তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মেয়র প্রার্থী আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মেয়র প্রার্থী আনোয়ারুল কবির টুটুল ও ২০ দলীয় জোটের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেয়র প্রার্থী যুবদল নেতা মোঃ শামীম রেজা নাম ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল মারুফ।