কিশোরগঞ্জে সড়ক ছাড়াই সেতু নির্মাণ এলাকাবাসী দূর্ভোগে
মোঃ লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুঁটিমারী ইউনিয়নের মন্থনা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে হাজিরহাট যাওয়ার পথিমধ্যে মাটিয়াল পাড়া গ্রামের ১নং ওয়ার্ডে ভাঙ্গাখালের উপর দুই পাশে সড়ক ছাড়াই ত্রাণের সেতু নির্মাণ করা হয়েছে। সড়ক বিহীন এমন অকেজো সেতু জনগণের কোন সুফল বয়ে আনছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে সেতু, কালভাার্ট নির্মাণ কর্মসূচির আওতায় ২০১৭-১৮ইং অর্থবছরে উপজেলার পুঁটিমারী ইউনিয়নের মন্থনা মাটিয়াল পাড়া গ্রামের ১নং ওয়ার্ডের খালের উপর প্রায় ৩১লাখ টাকা ব্যয়ে ৪০ ফুট সেতু নিমার্ণ করা হয়। ভাঙ্গা খালের উপর যে সেতু নির্মাণ করা হয়েছে তার একপাশে নামে মাত্র সড়ক থাকলেও অন্য পাশে ওই সেতু থেকে পুঁটিমারী হিন্দুপাড়া পর্যন্ত সড়কের কোন অস্তিত্ব নেই। কৃষকের উপকারের জন্য যে সেতু নির্মাণ করা হয়েছে সড়ক না থাকায় তা কৃষকের কোন উপকারে আসছে না। গতকাল বুধবার সরেজমিনে গিয়ে গ্রাম বাসিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পুঁটিমারী ইউনিয়নের মাটিয়াল পাড়া ও হিন্দুপাড়া গ্রামটিতে প্রায় ৮ হাজার মানুষের বসবাস। তাদের অধিকাংশই কৃষিজীবী। খালের পার্শ্ববর্তী জমিতে ফসল উৎপাদন করে তাদের জীবিকা চলে। সড়ক না থাকার কারনে চলছেনা কোন প্রকার যানবাহন। এমনকি সড়ক না থাকায় মাঠ থেকে দ্বিগুন শ্রমিক খরচ করে উৎপাদিত ফসল ধান,আলু, ভুট্রা, সরিষা দীর্ঘ পথ অতিক্রমে কাঁধেপরিবহন করতে দুর্ভোগের যেন শেষ নেই। পায়ে হেঁটেও চলার মত নেই কোন সড়ক। শুকনো মৌসুমে পায়ে হেঁটে সেতুর উপর দিয়ে কোন রকমে চলাচল করলেও বর্ষাকালে কোমড় পানি মাড়িয়ে যেতে হয় এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতু নির্মাণ হলেও বছরের পর বছর দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীকে। তারা দ্রুত সেতুর দু’পাশে সড়ক নির্মাণের দাবি জানান। ওই গ্রামের ছাবের হোসেন, শাফিউল, আব্দুল কুদ্দুস ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারো সেতুর দুই পাশের সড়ক নির্মাণ করে দেওয়ার কোন মাথা ব্যাথা নেই। সরকার যদি সেতুর দু’পাশে সংযোগ সড়ক করে দেয় তবে আমাদের অনেক উপকার হবে।
এ ব্যাপারে পুঁটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন বলেন , সরকারি বরাদ্দ পেলে রাস্তাটি সংস্কার করা হবে।
কিশোরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার জানান, সড়ক বিহীন কোন সেতু নির্মাণ করা হয়নি, যদি সড়ক না থাকে ওই এলাকা পরিদর্শন করে সড়কটি সংস্কার করা হবে।