ফুলবাড়ীতে বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ৫৮ লক্ষ্য টাকা ব্যায়ে শিবনগর নি¤œ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় ওই বিদ্যালয় চত্বরে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এর আগে স্থানীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার, মোবাইলে অডিও কলের মাধ্যমে উপস্থিত সলের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা জানান।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আলী, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ এ.এম খন্দকার ছামসুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আবুল হাসান মিলন,স্থানীয় সাপ্তাহীক ফুলবাড়ী বার্তা’র প্রকাশক ও সম্পাদক তাজমিলুর রহমান নয়নসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তীবর্গ উপস্থিত ছিলেন।