ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর মনোনয়ন ফরম উত্তোলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 13, 2020 - 9:30 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 122 বার

লিয়াকত রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আড়ানী পৌর মেয়র মুক্তার আলী। গতকাল রোববার দুপুর ১২টায় রাজশাহী বাঘা উপজেলা নির্বাচন অফিস থেকে এই ফরম উত্তোলন করেন তিনি।

ফরম উত্তোনের জন্য তিনি আড়ানী পৌরসভা হতে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী নিয়ে উপজেলায় হাজির হন। এরপর নির্বাচনী আচরণ বিধি মেনে তিনি উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম এর নিকট থেকে এই মনোনয়ন ফরম নেন। ফরম উত্তোলন পূর্বে নেতাকমীদের সাথে নিয়ে তিনি দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামীম আহমেদ, মাজদার রহমান, আড়ানী পৌরসভার ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, ৮ নং ওয়ার্ড সভাপতি সাজদার রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আজিজল রহমান ও সাধারণ সম্পাদক মুক্তার আলী, পূজা উদ্যাপন কমিটির সভাপতি রাম গোপাল সাহা ও ব্যবসায়ী মোজাম্মেল হক মজনুসহ অন্যান্য নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।