ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যু
মেহেদী হাসান,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়। গতকাল রোববার ঠাকুরগাঁও রোড ষ্টেশনের পাশ্ববর্তী রহিমানপুর ইউনিয়নে রেল লাইনে এ ঘটনা ঘটে। নিহত মোহম্মদ আফিজ উদ্দীন (৮৫) ওই ইউনিয়নের হরিহরপুর মাদ্রাসা পাড়া গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।
রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, সকাল আনুমানিক ৯ টার সময় ঘন কুয়াশা ছিলো এবং ওই নিহত ব্যক্তি কানে কম শুনতে পেতেন। রেল লাইন পারাপার হওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার মো: মোশারফ হোসেন বলেন, নিহত ব্যক্তির বাড়ি রেল লাইন পার্শ্ববর্তী এলাকাতে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে মেসেজ দেওয়ার আগে তারা লাশ লাইন থেকে অপসারন করে বাসায় নিয়ে গেছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা এসে ব্যবস্থা গ্রহণ করবেন।
সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, ঘটনার পর তাৎক্ষনিক ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে যায়। রেলওয়ে কর্তপক্ষ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।