ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

এশিয়ান টিভির শ্রেষ্ঠ প্রতিনিধি পীরগঞ্জের মাহমুদুল হাসান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 26, 2020 - 3:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 213 বার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে গত ২৫ ডিসেম্বর ২০ ইং শ্রেষ্ঠ প্রতিনিধি সম্মাননা স্মারক রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান এর হাতে তুলে দেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ (সিআইপি)

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর পুর ইউনিয়নের ছোট রসুলপুর গ্রামের মৃত গোলজার হোসেনের একমাত্র ছেলে মোঃ মাহমুদুল হাসান জনপ্রিয় এশিয়ান টেলিভিশনের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন ।
এশিয়ান টিভি’র সারা দেশের মফস্বল (জেলা ও উপজেলা) পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিনিধির সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ
(সি আইপি)

এশিয়ান টেলিভিশনে করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় বেশক’জন প্রতিনিধিকে শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার স্বরুপ সন্মাননা স্মারক প্রদান করেছে এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষ তাদের মধ্যে ক্রেস্ট পেয়েছে, এশিয়ান টিভির
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান ।
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি’র উদ্যোগে, দেশের সকল প্রান্তে কর্মরত থাকা, বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের, অংশ গ্রহণে এশিয়ান টিভির প্রধান কার্যালয়ে এশিয়ান টিভির প্রতিনিধি সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় অনুষ্ঠানে জেলা ও উপজেলা এবং অফিস কর্মকর্তা ও প্রতিনিধিকে তাদের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন বিভাগে এ সম্মাননা প্রদান করা হয়। গতকাল(২৫ডিসেম্বর) শুক্রবার সকালে সম্মেলন অনুষ্ঠানে সকল প্রতিনিধি সহ হাজারো মানুষের উপস্থিতিতে তার হাতে এই সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র তুলে দেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ সিআইপি ও এশিয়ান টিভির বার্তা সম্পাদক বেলাল হুসাইন, আনোয়ার হুসেন সিও, মিজান মিয়া এইচআর এডমিন,সানি আহমেদ পিএস,ও ফারুক আহমেদ হেড অব এমডি, ডেস্ক ইনচার্জ মাজহারুল আলম শুভ সহ আরও অনেকে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির ব্যবস্থাপনা পরিচালকসহ এশিয়ান টিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক বৃন্দ।
মাহমুদুল হাসান এশিয়ান টিভি কতৃপক্ষের পক্ষ থেকে এই সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন পীরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সহ পীরগঞ্জবাসী ।

এ প্রসঙ্গে মাহমুদুল হাসান এর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, এটা আমার কর্মময় জীবনের, কর্মের প্রতিফলন, আগামীতে আরো ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি ন্যাশনাল ডেক্স ইনচার্জ ও কতৃপক্ষ সহ পীরগঞ্জ উপজেলায় কর্মরত সকল সহকর্মীদের । পরিশেষে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন ।