উখিয়ায় স্কাউটস সমাবেশের উদ্বোধন করলেন নির্বাহী অফিসার নিজাম উদ্দীন আহমেদ
মোঃ শহিদ উখিয়া : কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ACLAB এর আয়োজনে, UNDP এর সহযোগিতায় ও বাংলাদেশ স্কাউটস, উখিয়া উপজেলার বাস্তবায়নে যুব স্কাউটস সমাবেশ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দীন আহমেদ।
শনিবার (২৬ ডিসেম্বর) এ সমাবেশের উদ্বোধন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বাংলাদেশ স্কাউটস এর নেত্রীবৃন্দ যথাক্রমে মাস্টার আবুল হোসেন সিরাজী, কামাল উদ্দিন, হারুন আর রশিদ, তপন শর্মা, মোজাম্মেল হক আজাদ প্রমুখ ।
উক্ত সমাবেশ পরিচালনা করেন উখিয়া উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাস্টার রূপন দেওয়ানজী।