ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৩৮ অপরাহ্ন

কুলাউড়া কাজী সমিতির কমিটি গঠন: ফখরুল সভাপতি মখলিছ সম্পাদক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 26, 2020 - 11:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 86 বার

আকাশ আহমেদ কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলা কাজী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলামকে সভাপতি এবং কাজী মাওলানা মখলিছুর রহমান সাধরাণ সম্পাদক মনোনিত করা হয়।

জানা যায়, কুলাউড়া উপজেলা কাজী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে শনিবার (২৬ ডিসেম্বর) রাতে সমিতির আহবায়ক কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মাওলানা মখলিছুর রহমানের পরিচালনায় এক সাধারণ সভা আনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলামকে সভাপতি এবং কাজী মাওলানা মখলিছুর রহমান সাধরাণ সম্পাদক মনোনিত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, সহ-সভাপতি কাজী মাওলানা জুনাইদ আহমদ বেলাল, সহ-সধারন সম্পাদক কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী, প্রচার সম্পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম সিতার, সহ-প্রচার সম্পাদক কাজী মাওলানা মনসুর আহমদ, অর্থ সম্পাদক কাজী মাওলানা এহছানুল মাহবুব জাকির, অফিস সম্পাদক কাজী মাওলানা মইন উদ্দিন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর মঙ্গলবার বিকালে কুলাউড়া উপজেলা কাজী সমিতির বর্তমান কমিটিকে বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠন করা হয়। শিগগিরই ওই আহ্বায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন।