মান্দার পাঁজরভাঙ্গা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পাঁজরভাঙ্গা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে পাঁজরভাঙ্গা বাজারের রকি কাউন্টারের কক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হয়।
মোট ৩১৪ ভোটারের মধ্যে ৩০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ২জন এবং সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে একরামুল হক ও সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান ও আবদুল মান্নান।
ভোটের চুড়ান্ত ঘোষিত ফলাফলে একরামুল হক (চেয়ার) মার্কায় ১৫৬ ভোট পেয়ে একটানা তৃতীয় বারের মতো সভাপতি এবং সাইদুর রহমান ( তালাচাবি)মার্কায় ১৬৫টা ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পর্যবেক্ষণ করেন ১৩নং কশব ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জিন ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুর রহমান।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চকউলী ডিগ্রি কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম।
এসময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।