ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীর সড়কগুলোতে দাঁপিয়ে বেড়াচ্ছে করিমন, নছিমন, ট্রলি নামের দানব যানবাহন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 27, 2020 - 1:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

আরিফুল ইসলাম জয়, স্টাফ রিপোর্টার : ভূরুঙ্গামারীর মেইন সড়কগুলোতে দাঁপিয়ে বেড়াচ্ছে করিমন, নছিমন, ট্রলি, ভটভটি, ট্রাক্টর নামের অবৈধ যানবাহন উপজেলার মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে এইসব যন্ত্রদানব । প্রতিনিয়ত বারছে সড়ক দুর্ঘটনা। লাইসেন্স বিহিন অদক্ষতা চালক দ্বারা চলে এসব যন্ত্রদানব। এসব অবৈধ যন্ত্রদানব নিয়ে প্রশাসনের তেমন কোন মাথাব্যথা নেই বললেই চলে।

প্রশাসনের সামনে দিয়েই বেপরোয়াভাবে বিকট শব্দে ইট, বালি, মাটি, কাঠ, ধান বোঝাই করে কালো ধোঁয়া ছেড়ে পাউডারের মতো ধুলো উড়িয়ে ছুঁটে যাচ্ছে। উপজেলার সর্বত্র বিভিন্ন পণ্য বোঝাই করে নিয়ে এসব নছিমন করিমন মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়কগুলোর উপর দিয়ে দিনরাত ছুঁটে চলেছে।

সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রায় শতাধিক যন্ত্রদানব ভুরুঙ্গামারী উপজেলার সহ জেলা শহরে যাতায়াত করছে।

উপজেলা সহ আশপাশের এলাকায় এসব যন্ত্র ব্যাবহারের ফলে এদের নির্গত কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষিত ও দূর্বিষহ করে তুলছে জনজীবন। ফলে এলাকার জনস্বাস্থ্য হুমকির মুখে রয়েছে। এসব শ্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমনের বডি থেকে উপরে উচু করে খোলা অবস্থায় ইট, বালি, ধান, কাঠ বোঝাই করে বিকট শব্দে চলাচল করছে। এসব যান বাহনের কারনে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে।

এসব যন্ত্র দানবগুলো অবাধ চলাচলে প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
ভ্যানচালক আমিনুল ইসলাম, অটোরিকশা চালক আশরাফুল কবির, মটর সাইকেল চালক সুমন জানান, এসব যান বাহনের কারণে প্রায়ই অনেক দুর্ঘটনা ঘটে তাই প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়।