ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৪৭ অপরাহ্ন

হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 27, 2020 - 3:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 87 বার

সুমন পল্লব।, হাটহাজারী(চট্টগ্রাম) :চট্টগ্রামের হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম ছালে আহম্মদ (৭০) কে রাষ্টীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্বাস তালুকদার বাড়ির বীর মুক্তিযোদ্ধা ছালে আহম্মদকে দেওয়া রাষ্টীয় সম্মান গার্ড অব অনার প্রদানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ।

এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা হাটহাজারী মডেল থানা পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জানাজা নামাজ শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা ছালে আহম্মদ ২৬ ডিসেম্বর দুপুর ২ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি করোনা পজিটিভ ছিলেন বলে জানা যায়।