কবিতা ” হিমাঙ্কের অবেলা “
রিটন মোস্তাফা
এই প্রাণে প্রাণে এক হতে চেয়ে
দেখ বরফে লেগেছে ভীষণ আগুন।
কি এক কুচক্রে শ্যাওলা জমলো ঘাটে
আর হলো না দেখা,চির চেনা তোমাকে।
আমি যদি অমরত্ব পেতাম,থেকে যেতাম
তবে শকুনের ঠোঁট থেকে নিতাম কেড়ে
তোমার প্রেম,তোমার চাঁদ মাখা হাসি
দিব্বি হেঁটে যেতাম সাহারার উত্তপ্ত পথে।
হলো না! সময় কেড়ে নিল জীবনের সময়
চলে যাই, ধাপে ধাপে অন্ধকার অচেনা পথে।
যদি পথ ভুলে, আবার পথ মেলে প্রিয় মুখ
তবে জড়িয়ে নেব ভাগ্যে,ভুলে যাব অসম সময়
জানি এ স্বপ্ন আরও কাঁদাবে,তবু তা দেখে হৃদয়।
চলে যাই হিন্দোলা, সময় সন্ধায় বিষন্ন আঁধার
আমি চলে যাই,শুধু রেখে যাই চোখ ফাটা কান্না
রেখে যাই পৃথিবীর পাদদেশে, হিমাঙ্কের অবেলা।